প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৩
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দরিদ্র জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে। এই উদ্যোগটি মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়, যা পার্বত্য চট্টগ্রামের মৎস্যজীবীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহম্মেদ নিজে উপস্থিত থেকে ২৫ জন দরিদ্র জেলেকে এই উপহার বিতরণ করেন।