প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৫৯
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৩,৯৭৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। র্যাব-১২ এর পক্ষ থেকে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, ২৭ এপ্রিল রাত ২টার দিকে র্যাব সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৩,৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. খোকন মিয়াকে (৫৫) আটক করা হয়।