প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকায় পদ্মা নদীতে নির্মমভাবে নিহত প্রবাসী আল আমিন হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি পাবনা জেলার আমিনপুর উপজেলার ধাড়াই গ্রামের মৃত মোন্তাজ সরদারের ছেলে মেগা সরদার (৪৭)। নিহত আল আমিন (২৫) একই জেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে মাত্র চার মাস আগে দেশে ফেরেন।