পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার তালুকদারের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া বাঁধঘাটের টেঙ্গাতলা এলাকায় তার নিজ বসতঘরে এই ঘটনা ঘটে। স্বজনদের পক্ষ থেকে খবর পাওয়া গেলে, পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
সরোয়ার তালুকদার টেঙ্গাতলা এলাকার মরহুম আলতাফ তালুকদারের ছেলে। নিহতের প্রতিবেশী ইসমাইল ফকির জানান, দুপুরে ফুপুর বাড়িতে খাওয়া শেষে সরোয়ার নিজের ঘরে ঘুমাতে যান। সন্ধ্যা ৭টার দিকে তার চাচাতো বোন মাহিনুর তাকে ঘুম থেকে তোলার জন্য ডাকাডাকি করেন, কিন্তু কোন সাড়া না পেয়ে বাড়ির অন্যান্য সদস্যদের জানান। এরপর তার চাচা ইউনুস তালুকদার ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে বিছানার উপর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
নিহতের ফুপাতো বোন লুৎফা বেগম দাবি করেন, ঘরটিতে প্রবেশ করে তিনি দেখেন, দরজা এবং জানালাগুলি নিচের দিকে ভাঙা ছিল। তিনি জানান, সরোয়ার আত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে, নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনার সাথে কোন ধরণের সন্দেহের অবকাশ রাখতে শুরু করেছেন।
এদিকে, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ডিবি এবং সিআইডি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য কাজ করছে।
এ ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী নিহতের পরিবারের দাবিগুলোর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।