প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:১০
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৫ হাজার কেজি চাল ও ১০৪টি খালি বস্তা জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামে অবস্থিত একটি মিল ঘরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই চালগুলো জব্দ করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়, যেখানে প্রায় ১৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। এই চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে দেয়া হয়েছিল।