প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৯
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় হেমনগর ইউনিয়নের নলিন বাজার সংলগ্ন সুইপারবাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।