প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৭:৫০
রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিরুল ইসলাম দুলু এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৮ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা এবিএম বাতেন মন্ডল তার বাড়িতে এসে ভাঙচুর চালান।