সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করে রূপান্তরের ইয়ুথ ফর সুন্দরবন আশাশুনি।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়। সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং ইয়ুথ ফর সুন্দরবনের আহ্বায়ক কর্ণ বিশ্বাস কেডির সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জার্নালিজম ফর সুন্দরবন জেলা উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, এবং সাংবাদিক বিএম আলাউদ্দীন।
গণশুনানিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুশীল সমাজের প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা তাদের নিজ নিজ এলাকার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্লাস্টিক ও পলিথিনের অতিরিক্ত ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। বাজার, খাল-বিল, নালা-নর্দমা থেকে শুরু করে নদী পর্যন্ত পলিথিনে ভরে গেছে। কৃষিকাজ, জলে প্রাণীর জীবন, এবং মানুষের স্বাস্থ্যের ওপরও এর প্রভাব পড়ছে।
তারা আরও বলেন, আইন থাকলেও প্রয়োগ নেই, জনসচেতনতা বাড়াতে হবে এবং বিকল্প ব্যবস্থা নিতে হবে। স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবেশবাদী সংগঠন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা মোকাবিলা সম্ভব।
প্রধান অতিথি ইউএনও কৃষ্ণা রায় গণশুনানিতে উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, “প্লাস্টিক ও পলিথিন দূষণ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। প্রশাসন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং বাজারগুলোতে বিকল্প ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, "আপনাদের কথা শুনে আমি বুঝতে পারছি সবাই এই বিষয়ে আন্তরিক, তাই প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টায় আমরা একটি দূষণমুক্ত আশাশুনি গড়তে পারব।”