প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৮:১৪
ঝিনাইদহের সদর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়ে মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের তেনু মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন।