প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৪:৩৭
কোনো ট্যাগ পাওয়া যায়নি
হিজলা (বরিশাল) উপজেলার প্রাণকেন্দ্রে সোমবার সকালে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয় বাংলা নববর্ষ ১৪৩২। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসব নতুন বছরকে বরণ করে নিতে ছিলো রঙে, আলোয় ও সংস্কৃতির প্রাণছোঁয়ায় ভরপুর।
সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদারের নেতৃত্বে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার সভাপতিত্ব করেন। নানা আয়োজনে সাজানো এই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিলো বাঙালিয়ানায় ভরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এবং হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ অহিদুজ্জামান। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে ছিলো নিরাপত্তা ও সৌহার্দ্যের প্রতীক।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, এডভোকেট দেওয়ান মনির হোসাইন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সকলে মিলে অংশ নেন এই আনন্দঘন পরিবেশে।
পুরো আয়োজনজুড়েই ছিলো ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা। নতুন বছরের প্রথম দিনে হিজলার মানুষ যেন একসাথে মিলেমিশে উদযাপন করলো বাঙালির প্রাণের উৎসব—পহেলা বৈশাখ।
বাংলা নববর্ষ ১৪৩২-এর এই আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, হিজলায় এখনো জীবন্ত আছে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতি।