প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৩০
নাটোরে সরিষার তেল উৎপাদনের একটি কারখানায় লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও নাটোর জেলা প্রশাসন।
গতকাল রোববার জেলা সদরের বড় হরিশপুরসহ আশপাশের এলাকায় বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সরিষার তেল উৎপাদনে বিএসটিআইয়ের নির্ধারিত মান সনদ না থাকায় শরিফুল অয়েল মিলকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগও আনা হয়। বিএসটিআই আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় এই জরিমানা ও মামলা করা হয়েছে। মিলটির প্রোপ্রাইটর সাইদুর রহমান জনি এই অভিযোগের সম্মুখীন হন।
এছাড়া একই এলাকার আরেকটি প্রতিষ্ঠান ‘আল-মদিনা ফুড প্রডাক্টস’-এ মেয়াদোত্তীর্ণ টোস্ট বিস্কুট পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করে ফেলা হয় এবং তাদের চানাচুর উৎপাদনের লাইসেন্স দ্রুত নবায়নের নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. শামীম হোসেন। আদালত পরিচালনায় সহায়তা করেন বিএসটিআই রাজশাহী বিভাগের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।
জনস্বার্থে পরিচালিত এই অভিযানের মাধ্যমে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে জানানো হয় বিএসটিআইয়ের পক্ষ থেকে।
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশ্বাস দিয়েছে বিএসটিআই।
এ ধরনের তদারকি কার্যক্রমের মাধ্যমে মানহীন খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে কর্তৃপক্ষ দৃঢ় প্রতিজ্ঞ।