
রাজবাড়ীতে আ.লীগের ২০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:১১
শেয়ার করুনঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ীতে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে ২০ নেতাকর্মীরা আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে বিচারক মো. তামজিদ আহমেদ এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মণ্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ, পান্নু সরদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মী।
মামলাটি করেছেন শিক্ষার্থী রাজিব মোল্লা। এতে সাবেক এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় মামলাটি হয়।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. আব্দুর রাজ্জাক জানান, আসামিরা হাইকোর্টের আদেশ অমান্য করেছেন এবং জজকোর্টে হাজির হননি। আজ ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হলে উচ্চ আদালতের আদেশ অমান্য করায় বিচারক সবাইকে কারাগারে পাঠান।

সর্বশেষ সংবাদ
