প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৩৪
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড় আশ্রয়ন প্রকল্পে সরকারি অর্থে গৃহ নির্মাণে আবারও অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে নিম্নমানের ইট ব্যবহার, নির্মাণকাজে প্রকৌশল তদারকির অভাব এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের গাফিলতি।
২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ৫৫ শতক বিলান জমি অধিগ্রহণ করে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১৮টি ঘর নির্মাণের লক্ষ্যে এই প্রকল্প চালু করে উপজেলা প্রশাসন। প্রকল্পের বাস্তবায়ন সংস্থা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও)। ২০২৫ সালের শুরুতে কাজ শুরু হলেও এর পর থেকেই নির্মাণমান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, প্রথমদিকে কিছুটা ভালো ইট ব্যবহার করা হলেও পরে তা বদলে নিম্নমানের কুল্যার আখি ব্রিকস-এর ইট ব্যবহার শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, ঘরের গাঁথুনিতে ব্যবহৃত ইটগুলো ভঙ্গুর ও ধুলোযুক্ত। একইসঙ্গে ঢালাই কাজ চললেও সেখানে কোনো প্রকৌশলী বা তদারক কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তারা শুধু ‘অফিস থেকে যেমন নির্দেশ আসে’ তেমনভাবেই কাজ করছেন। মশলার অনুপাত বা নির্মাণ মান নিয়ে তাদের কোন নির্দেশনা দেওয়া হয়নি বলেও তারা জানিয়েছেন।
এ নিয়ে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার বদলালেও কাজের মান বদলায় না। দেখভালের কেউ নেই, তাই যে যেমন খুশি তেমন কাজ করছে।”
আখি ব্রিকসের মালিক আজিজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আপনারা ১ নম্বর ইট চিনেন? এসব করে শুধু হয়রানি করছেন। একবার তদন্ত হয়েছে, আবার হবেনা।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, “আমি এবং এডিসি মহোদয় সরেজমিনে গিয়েছিলাম। তখন ইট ভালো ছিল। আপনারা ছবি বা ভিডিও পাঠান, আমি পুনরায় বিষয়টি খতিয়ে দেখব।”
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন রিসিভ না হওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।