সাভারের আশুলিয়ায় সন্তানকে ব্যবহার করে "ভিউ ব্যবসা" করার অভিযোগে শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিউ পেতে ও অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানদের নিয়ে নানাভাবে নিষ্ঠুর আচরণ করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলাটি সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বাদী হয়ে বুধবার (৯ এপ্রিল) রাতে আশুলিয়া থানায় দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, শারমিন শিলা একজন বিউটিশিয়ান, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে "ক্রিম আপা" নামে পরিচিত। বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করার পাশাপাশি তিনি ফেসবুকসহ অন্যান্য অনলাইনে ভিডিও তৈরি করে পোস্ট দেন। গত ৩০ মার্চ বিকাল ৪টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, তিনি তার ২ বছর বয়সী মেয়েকে জোর করে মুখে চাপ দিয়ে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। এছাড়া, তিনি তার ছেলে ও মেয়েকে জোর করে ক্যামেরার সামনে এনে চুল কাটানো, রঙ করা, কানে ভারী দুল পরানো, মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দেওয়া, এসব কার্যক্রমও ভিডিও করে পোস্ট করেন।
মামলায় বলা হয়েছে, শারমিন শিলা গত এক বছর ধরে তার শিশু সন্তানদের প্রতি মাতৃসুলভ আচরণ না করে তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করছেন। এই ধরনের নিষ্ঠুর আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে, এবং তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, "শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।" তিনি আরও জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বলেন, “এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেয়া যায় না। শিশুদের প্রতি সহিংসতা ও নিষ্ঠুর আচরণ তাদের ভবিষ্যতের জন্য ভয়াবহ ক্ষতি সৃষ্টি করতে পারে। আমরা আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেব।”