প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ২১:৪
কুমিল্লার দেবীদ্বারে খরিপ মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে দেবীদ্বার উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষি কর্মকর্তা বানিন রায়ের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের প্রধান অতিথিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম।