মৌলভীবাজার জেলায় টানা কয়েকদিন ধরে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টির।
বৃষ্টি না হওয়ায় জেলার চা বাগানসহ বিভিন্ন ফসলি জমির ফসল পুড়ে যাচ্ছে। পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে এ জেলাবাসী। আর তাই প্রশান্তির বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন জেলার কমলগঞ্জ উপজেলার মুসল্লিরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়ন বাঘমারা জামে মসজিদ প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া করা হয়
স্থানীয়রা বলেন, প্রচণ্ড তাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রুক্ষ হয়ে উঠেছে আমাদের প্রকৃতি। ফসল নষ্ট হচ্ছে। এসব থেকে পরিত্রাণ পাওয়ার আশায় নামাজ আদায় করলাম।
এ বিষয়ে ইমাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। আর এ বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা সালাতুল ইস্তেখারার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছি।