প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৮
বরিশালের হিজলা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মুখে হাসি ফোটাতে আবারও কৃষি প্রণোদনার আওতায় শুরু হয়েছে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে খরিফ-১ মৌসুমে ২০২৫-২৬ প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার।