প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৭:১১
মৌলভীবাজারে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত সম্পত্তিতে হামলা, ভাংচুর কিংবা লুটপাট চালিয়ে কেউ পার পাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে যেসব ব্যক্তি বা গোষ্ঠী দেশবিরোধী অপতৎপরতা চালিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।