প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ২০:৩
মাদারীপুরের ডাসার উপজেলায় বরিশাল খালের অবৈধ দখল ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি কারখানা উচ্ছেদ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার ব্রিগেডের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন এর নেতৃত্বে এই অভিযান শুরু হয়, যার উদ্দেশ্য ছিল বরিশাল খালের অবৈধ দখল উচ্ছেদ এবং পরিবেশের ক্ষতি সৃষ্টিকারী অবৈধ কাঠ কয়লা তৈরির কারখানাগুলো বন্ধ করা।