চৈত্র মাসেও ঘন কুয়াশার কারণে রবিবার (৬ এপ্রিল) সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত এক ঘণ্টার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে ঘন কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার বাণিজ্য সহকারী মহব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা হ্রাস পায়, যার ফলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।চৈত্র মাসে এ ধরনের ঘন কুয়াশা দেখা যাওয়ায় অনেকেই অবাক হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ফেরি চলাচল বন্ধ থাকলেও যানবাহন পারাপারে তেমন কোনো ভোগান্তি হয়নি।