https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত

শেয়ার করুনঃ
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত

নোয়াখালী সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. সুজন মাহমুদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে এ হামলা ঘটে। আহত সুজন বর্তমানে ঢাকার একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজনকে ওই ভবনের ছাদে ডেকে নিয়ে রিমন (২৬) ও তার সহযোগীরা পূর্বশত্রুতার জের ধরে কথাকাটাকাটি শুরু করে। পরে তারা সুজনের গলা, বুক ও হাতের বাহুতে একাধিকবার ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় সুজনকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় রেফার করা হয়।

ঘটনার পর রিমনকে স্থানীয় লোকজন মারধর করে সুধারাম থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, রিমন সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং পেশায় ওয়ার্কশপ শ্রমিক। তবে ছুরিকাঘাতের সঠিক কারণ এখনও অস্পষ্ট। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম শুক্রবার দুপুরে ঘটনাটি নিশ্চিত করে বলেন, "লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় এমন সহিংসতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

সুজন মাহমুদ চরমটুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামানন্দি গ্রামের বড় বাড়ির মো. খান সাহেবের ছেলে এবং পেশায় দিনমজুর। তার পরিবার স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বিচার চেয়েছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে দ্রুতগতির সাকুরা পরিবহনের বাস খাদে, আহত ১৩

ঝালকাঠিতে দ্রুতগতির সাকুরা পরিবহনের বাস খাদে, আহত ১৩

ঝালকাঠির সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী সাকুরা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮১) ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে

পাওনা টাকা চাইতে গিয়ে ঝিনাইদহে প্রাণ গেল মুদি দোকানীর

পাওনা টাকা চাইতে গিয়ে ঝিনাইদহে প্রাণ গেল মুদি দোকানীর

ঝিনাইদহের সদর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়ে মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের তেনু মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম হাজী জানান, বাথপুকুরিয়া গ্রামের চাতাল শ্রমিক আসাদুল ও

বরিশালে রাজনৈতিক কুশপুত্তলিকায় স্কুলের নাম, থানা ঘেরাও

বরিশালে রাজনৈতিক কুশপুত্তলিকায় স্কুলের নাম, থানা ঘেরাও

বরিশাল সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  মঙ্গলবার দুপুরে নগরীর কাকলীর মোড়ে সড়ক অবরোধের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রথমে সেখানে একত্রিত হয়ে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং

খাগড়াছড়িতে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার

খাগড়াছড়িতে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের চন্দ্রকার্বারী পাড়ায় পুলিশের একটি সফল অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি। মঙ্গলবার দুপুরে অভিযানটি পরিচালনা করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে গঠিত একটি দল।  অভিযানের পূর্বে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ওই এলাকার জনৈক জগৎ মিত্র চাকমার পরিত্যক্ত একটি মাটির ঘরে কিছু সন্ত্রাসী অবস্থান করছে। তথ্য

 গাছের দাম নিয়ে দ্বন্দ্ব, ছেলের হাতে মায়ের মৃত্যু জামালপুরে

গাছের দাম নিয়ে দ্বন্দ্ব, ছেলের হাতে মায়ের মৃত্যু জামালপুরে

জামালপুর শহরতলীর চন্দ্রা ঘুন্টি এলাকায় পারিবারিক দ্বন্দ্বের রক্তক্ষয়ী পরিণতিতে এক মায়ের প্রাণ ঝরে গেছে নিজেরই ছেলের হাতে। গাছ কাটাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের শিকার হন ৫০ বছর বয়সী মঞ্জিলা বেগম, যাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে তার বড়