প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ১০:৫৮
নোয়াখালীর বেগমগঞ্জে চলন্ত সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছে।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছেন না, বরং জনগণের স্বার্থে রাজনীতি করছেন। প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে তিনি নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেন। রবিবার দুপুরে টাঙ্গাইল শহরের তার নিজ বাসভবন ‘সোনার বাংলা’য় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে
নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। রবিবার সকাল ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক আমজাদ হোসেন, সৌরভ হোসেন, নিজাম উদ্দিনসহ
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব। তিনি জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া
টাঙ্গাইলে কৃষক-শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নিজ বাসায় হামলা চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। বাসায় থাকা দুইটি গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, একই দিনে দুপুরে সখীপুর উপজেলার এক বর্ধিত সভায় কাদের সিদ্দিকী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি দুপুর ১২টার দিকে সভায় যোগ দেন এবং স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার প্রায় দুই ঘণ্টা
বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়ায় এক হৃদয়বিদারক ঘটনার খবর পাওয়া গেছে। নিজ ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭)। রবিবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপন মোল্লাকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী আকলিমাকে গলা কাটা অবস্থায় মৃত অবস্থায় দেখতে পায়। পুলিশ জানায়,