প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ১০:৫৮
নোয়াখালীর বেগমগঞ্জে চলন্ত সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তিনি বলেন, “আমরা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছি। সংস্কারের শক্তির পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব।” শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের ফাতেমা কনভারসেশন হলে জেলা সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির প্রধান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্দেহভাজন চার নারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার দুপুরের দিকে ভূরুঙ্গামারী জনতা ব্যাংকের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা জানিয়েছে তাদের দু'জনের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর থানার পালপাড়ায়। অন্য দু'জনের বাড়ি বগুড়া জেলার আদমদিঘী থানার শিয়ালনগরে। পালপাড়া এলাকার দু'জন হলেন শাকিবের স্ত্রী ইভা (১৯) ও ওয়াহেদ আলীর স্ত্রী রাশেদা (৫৫)। শিয়ালনগর এলাকার দু'জন হলেন মমিনুর ইসলামের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন যেভাবে প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছে, তাতে কোনো সুস্পষ্ট নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, “মনে হয় সকালে ঘুম থেকে উঠে কমিশন সিদ্ধান্ত নেয়—আজ মাইক, কাল মোবাইল, পরশু ট্রাইপড। আবার দেখি সূর্যও
নোয়াখালীর সুবর্ণচরে জাল নোট কেনাবেচার অভিযোগে মো. নুর আলম (৩৫) নামে কৃষকদল নেতাকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাকে উদ্ধারকৃত ২৪ হাজার টাকার জাল নোটসহ পুলিশের হাতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়া হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক নুর আলম সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় কৃষক দলের সাধারণ সম্পাদক। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে বাজারের
অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে টানা ১৯ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি চালিয়ে যান আন্দোলনরত শিক্ষকরা। তারা জানান, গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে ধাপে ধাপে সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও দীর্ঘ ৯ মাসেও বাস্তবায়ন হয়নি। এ