প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১০:১৯
ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবদুল গণি শেখের পরিবারে ঈদের আনন্দ নেই। রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা গণি শেখ রাজধানীর গুলশানের একটি হোটেলে কাজ করতেন। গত বছরের ১৯ জুলাই কর্মস্থলে যাওয়ার পথে সংঘর্ষের মধ্যে পড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েন তার স্ত্রী লাকি আক্তার, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলে আলামিন শেখ ও ছয় বছরের মেয়ে জান্নাত।