নওগাঁ শহরের খলিশাকুড়ি মহল্লায় স্বেচ্ছাসেবী সংগঠন 'এতিম ও দুস্থ সহায়তা সংঘ' এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে খলিশাকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন ছিলো।
অনুষ্ঠানে স্থানীয় ১০০ টি পরিবারকে ঈদের দিনের খাবার হিসেবে পোলাও চাল, গরুর গোস্ত, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় জানানো হয়, 'এতিম ও দুস্থ সহায়তা সংঘ' বছর জুড়েই বিভিন্ন উৎসব পার্বন, দুর্যোগ মোকাবেলা, পুনর্বাসন ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে দরিদ্র মানুষকে সহায্য সহযোগিতা করে আসছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইমরান হোসেন নিরব, সাধারণ সম্পাদক ডিএম আজাদ হোসেন ও হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।