প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৫:২০
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই বোনসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রবিবার (৩০ মার্চ) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায়। এতে আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।