পটুয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের ইন্টার্ন শিক্ষার্থী সাইফুল ইসলাম ও এম্বুলেন্স ড্রাইভারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কয়েকজন এম্বুলেন্স ড্রাইভার সাইফুল ইসলামকে মারধর করেছেন, যার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।