প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৫:৩২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৬টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর পৌর পার্কের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।