প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২:২৯
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের অভিযানে একটি চোরাই মনিটর, মাউস ও কিবোর্ডসহ ইফাত মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
ইফাত মোল্লা রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গোয়ালন্দ ঘাট থানার এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ীর পান্না চত্বর সংলগ্ন পৌর নিউ মার্কেটের ‘মাস্টার কম্পিউটার’ দোকানের সামনে থেকে পালানোর সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নিয়মিত চোরাই মনিটর, মাউস ও কিবোর্ড উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, উক্ত ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয় এবং গ্রেফরকৃত আসামীকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।