
আশাশুনিতে লবণাক্ত জমিতে বোরো ধান আবাদ: নতুন সম্ভাবনার সূচনা

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৯

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে প্রথমবারের মতো লবণাক্ত জমিতে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে বাগদা চিংড়ির ঘেরের ভাইরাসজনিত সমস্যার কারণে অনেক মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা অন্যান্য পেশায় চলে গেছেন। তবে কিছু চাষী সাহসিকতার সঙ্গে ধান চাষে ঝুঁকি নিয়েছেন, যা এখন ভাল ফলনের লক্ষণ দেখাচ্ছে। কাকবসিয়া গ্রামের চাষী শাহিনুল ইসলাম জানান, তারা কয়েকজন মিলে গরমের ধান চাষের প্রস্তুতি নিয়েছিলেন এবং বর্তমানে প্রায় তিন শতাধিক বিঘা জমিতে ধান আবাদ হয়েছে। ফসলটি ভাল হচ্ছে এবং তারা আশা করছেন, বিঘা প্রতি ২৫ থেকে ৩০ মন ধান পাওয়া যাবে।
চাষী আসাফুর রহমান বলেন, তারা পরীক্ষামূলকভাবে আয়শ ধান ২৮, শক্তি-২, ব্লাক বড় মিনিকেট ও ৮৬ ধানের চাষ করেছেন এবং ধানের অবস্থা বেশ ভাল। এই ধানগুলোর ফলনও আশাব্যঞ্জক হতে পারে বলে তিনি জানান। কাকবসিয়া গ্রামের রুহুল কুদ্দুস, আব্দুল্লাহ গাজী, খায়ের গাজী বলেন, মনিপুর ব্লকসহ কাকবসিয়া, চেচুয়া ও আনুলিয়া এলাকার প্রায় ৩ শতাধিক বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এলাকার লোকজন যখন মাছ চাষে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তখন ধান চাষ তাদের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প হয়ে দাঁড়িয়েছে।

তবে কিছু লোক লবণ পানি তুলে ধানের ফসল ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। তাদের মতে, যদি এবছর ফলন ভালো হয়, তবে আগামীতে মাছ চাষের পরিবর্তে অধিকাংশ জমিতে ধান চাষ করা হবে। আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ জানান, এ বছর উপজেলায় মোট ৯৩৩৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে আনুলিয়া ইউনিয়নে ১০৩২ হেক্টর জমিতে ধান চাষ হচ্ছে। তিনি আরও জানান, সারের সরবরাহে কোন সমস্যা নেই এবং সঠিকভাবে পানি, সার ও কীটনাশক প্রয়োগ করা হলে ভালো ফলন আশা করা হচ্ছে।
এই অঞ্চলের কৃষকরা তাদের কঠোর পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করছেন। তাদের আত্মবিশ্বাস ও উদ্যম অন্যান্য অঞ্চলের কৃষকদের জন্যও একটি উৎসাহের উদাহরণ হয়ে উঠছে। আবহাওয়া অনুকূল থাকলে এবং যথাযথ পরিচর্যা করা হলে এ বছর আশাশুনির বোরো ধান উৎপাদন ভালো হতে পারে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে, আনুলিয়া ইউনিয়নে ক্ষেতের পর ক্ষেত বোরো আবাদের দৃশ্য ধীরে ধীরে আশাশুনি উপজেলার কৃষি সেক্টরের পরিবর্তন এবং সম্ভাবনা বৃদ্ধি করে চলেছে।

সর্বশেষ সংবাদ
