https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জামালপুরে বিএনপির প্রভাব খাটিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২:১২

শেয়ার করুনঃ
জামালপুরে বিএনপির প্রভাব খাটিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির প্রভাব খাটিয়ে কৃষি জমি থেকে টপ সয়েল (জমির উপরিভাগের মাটি) জোরপূর্বক উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এই কাজে ব্যবহৃত স্কেভেটর (ভেকু) জমির উর্বরতা কমাচ্ছে এবং ফসল উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। একাধিক অভিযোগ সত্ত্বেও স্থানীয় প্রশাসন থেকে কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।  

এলাকার কৃষকদের অভিযোগ, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী এলাকায় একাধিক ব্যক্তি এই কাজে লিপ্ত। গত ২৮ জানুয়ারি, মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দু’তিনটি ফসলি জমি থেকে স্কেভেটর দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, এই জমিতে তারা দীর্ঘ বছর ধরে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে আসছেন।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মোঃ রাশেদুল ইসলাম নামে এক কৃষক জানান, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে সুখনগরী মৌজার ৪ একর ২২ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। এই জমি দিয়ে তার পরিবার জীবিকা নির্বাহ করে, কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি বিএনপির প্রভাব খাটিয়ে এই জমির উপর থেকে মাটি কাটছে। রাশেদুল ইসলাম অভিযোগ করেছেন, এ বিষয়ে তিনি জামালপুর জেলা প্রশাসক, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এসিস্ট্যান্টের কাছে বহুবার অভিযোগ দিয়েছেন, কিন্তু তার অভিযোগে কোন সাড়া পাওয়া যায়নি।  

অভিযুক্তদের মধ্যে রয়েছেন, সাবল মিয়া (২৫), মোঃ মারুফ মিয়া (৩০), চাঁন মিয়া (৬০), খাজা মিয়া (৫০), আলামিন (৩০), বাবু, জাহিদুল ইসলাম এবং আরও কয়েকজন। স্থানীয়রা জানিয়েছেন, এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জমির মাটি উত্তোলন করে চলেছেন, তবে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

রাশেদুল ইসলাম আরও জানান, তিনি বহুবার বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তবে অভিযুক্তরা তাকে জমি নিয়ে নানা সমস্যা তৈরি করার জন্য প্রতিনিয়ত হয়রানি করছে। তিনি জানান, এসব ঘটনা থানা, আর্মি অফিস এবং ডিবি অফিসেও গিয়েছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। তিনি আরও বলেন, "আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।"  

বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জরুল ইসলাম মুছা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমি এসব বিষয়ে কিছু জানি না। আমি তো ওই জমিতে ছিলাম না। আমি কীভাবে এসব জানব?" তার দাবি, জমি নিয়ে কিছু সালিশি বৈঠক হয়েছে, তবে সেখানে তার কোনো ভূমিকা ছিল না।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অভিযুক্ত সাবল মিয়া জানান, "আমরা জমি কিনে নিয়েছি। তাদের জমি নিয়ে কোনো কাগজপত্র নেই, তাই আমরা জমিতে কাজ করতে গেলে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় হয়রানি করে।" তার মতে, এই জমি তাদের নিজস্ব সম্পত্তি, এবং তারা আইনসিদ্ধভাবে মাটি উত্তোলন করছেন।  

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, "এটা তাদের দীর্ঘদিনের সমস্যা। মামলাও চলমান রয়েছে, এবং কোর্ট থেকে কোনো নির্দেশনা আসলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।" তিনি আরও জানান, পুলিশ চেষ্টা করছে যাতে আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা নেওয়া যায়।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির শাহ বলেন, "এই বিষয়ে অভিযোগ পেয়েছি। আমি এসিস্ট্যান্ট কে বলেছি, আগামীকালই আমরা ব্যবস্থা নেবো।" তার মতে, দ্রুত একটি সমাধান খুঁজে বের করা হবে এবং কৃষকদের ক্ষতিগ্রস্ত না হতে দেওয়ার চেষ্টা করা হবে।  

এদিকে, এলাকার কৃষকরা তাদের জমির উর্বরতা রক্ষার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। তারা উদ্বেগ প্রকাশ করছেন, কারণ দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা হলে আগামী দিনে ফসল উৎপাদন কমে যেতে পারে এবং স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাটি কাটার এই প্রক্রিয়া ফসলি জমির উর্বরতা কমিয়ে দেয় এবং স্থানীয় কৃষকদের জন্য ক্ষতিকর হতে পারে। এক্ষেত্রে, স্থানীয় প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তবে কৃষির উপর এর নেতিবাচক প্রভাব পড়বে।  

কৃষকরা বলছেন, এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, তাহলে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। তাদের অভিযোগ, প্রশাসন যদি দ্রুত এবং কার্যকর ব্যবস্থা না নেয়, তবে তাদের ফসলি জমি আর আগের মতো উর্বর থাকবে না।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তবে মাদারগঞ্জ উপজেলার প্রশাসন আশ্বাস দিয়েছে যে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং কৃষকদের স্বার্থ রক্ষা করবে। কৃষকদের প্রত্যাশা, শীঘ্রই প্রশাসন এই সমস্যার সমাধান করবে এবং তাদের জমি থেকে মাটি উত্তোলন বন্ধ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উচ্চ ফলনশীল আউশ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এসব বিতরণ করা হয়। উপজেলার দশ ইউনিয়নের ৪০০ জন কৃষককে এসব উপকরণ দেয়া হয়। প্রত্যেক কৃষক ৫ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ এবং ১০

হবিগঞ্জে কৃষকের জমিতে বিষাক্ত স্প্রে, সোনালী স্বপ্ন ম্লান

হবিগঞ্জে কৃষকের জমিতে বিষাক্ত স্প্রে, সোনালী স্বপ্ন ম্লান

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের লাম্বাদড়াল হাওর এলাকায় দুই বর্গাচাষি কৃষকের প্রায় ৯৮০ শতাংশ (৩৫ খের) জমির বোরো ধান বিষাক্ত কীটনাশক স্প্রে করে নষ্ট করা হয়েছে। এতে কৃষক মো. রুবেল মিয়া ও আমজদ আলীর স্বপ্ন ভেঙে গেছে। কৃষকরা জানিয়েছেন, তারা এই জমিতে বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন এবং এতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল। তবে দুর্বৃত্তদের এই আক্রমণ তাদের

হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন অতিরিক্ত আইজি

হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন অতিরিক্ত আইজি

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রীমুড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শন করেন। এসময় তিনি যাত্রীদের নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি খোলা ট্রাক এবং বাসের ছাদে যাত্রীদের যাতায়াত থেকে নিরুৎসাহিত করেছেন এবং চালকদের ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, অপ্রয়োজনীয় ওভারটেকিং এবং দ্রুতগতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকার

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রাজবাড়ীর গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫  উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ১২৮ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবছরের ন্যায় এবারো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য খাবার ও উপহারের ব্যবস্থা করেন

ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  উপজেলার বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। স্বেচ্ছাসেবী সংগঠন মোটিভেট ভূরুঙ্গামারী এ সেমিনারের আয়োজন করে। অভিভাবকরা সেমিনারটিকে শিক্ষার্থীদের মেধা বিকাশের অনন্য উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন। শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার পর অনুষ্ঠিত উচ্চ শিক্ষা বিষয়ক