প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০:২২
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ৯টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নীল কমলের নেতৃত্বে একটি দল উপজেলার ঝাপড়া হরিণচরণ গ্রামের আবুল হাসেমের বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখানে থেকে ছোট বড় মিলিয়ে ৯টি গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ দশ হাজার টাকা।
এ ঘটনায় বাড়ির মালিক আবুল হাসেমকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান।