প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫
নাটোর রেলস্টেশনে নির্ধারিত সময়ের আগেই খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ায় অন্তত অর্ধশত যাত্রী ট্রেনে উঠতে পারেনি। এতে ক্ষুব্ধ যাত্রীরা কর্তব্যরত স্টেশন মাস্টারকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১২টায়।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, ট্রেনটি রাত ১১টা ৫৯ মিনিটে নাটোর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। তবে প্ল্যাটফর্মে তিন মিনিট যাত্রাবিরতির পরিবর্তে এটি ১২টা বাজতেই ছেড়ে যায়। এতে ৫০ জন যাত্রী ট্রেনে উঠতে না পারার পাশাপাশি অনেক যাত্রী ট্রেন থেকে নামতেও পারেনি।
স্টেশন মাস্টার শামীম হোসেন জানান, ট্রেন ছাড়ার সময় লাইন ক্লিয়ার দেওয়ার দায়িত্ব তার, কিন্তু যাত্রী ক্লিয়ারেন্স গার্ডের কাজ। গার্ড বিষয়টি ঠিকমতো দেখেনি বলে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে কন্ট্রোল রুমকে অবহিত করা হয়েছে।
ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যাত্রীরা এ ধরনের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে।