প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ১:৩২
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শতাধিক অসহায় ও দুস্থ প্রতিবন্ধীকে কম্বল বিতরণ করা হয়েছে। এ কম্বল বিতরণ অনুষ্ঠানটি দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে আয়োজিত হয় এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি সবার সামনে দাঁড়িয়ে প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন এবং গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী মো. রাকিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জানান, গোয়ালন্দ উপজেলার প্রতিবন্ধীরা নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবনের চলার পথে অগ্রসর হচ্ছে। তাদের জন্য শীতকালে কিছুটা হলেও আরামদায়ক অনুভূতি দেওয়ার জন্য এই কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে দৌলতদিয়ায় প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ কারখানা গড়ে তোলার উদ্যোগের কথা বলেন। তিনি জানিয়ে দেন, ঝাড়ু তৈরির কর্মশালা সম্প্রসারণের জন্য তিনি আর্থিক সহযোগিতা প্রদান করবেন। এছাড়া প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা এবং অন্যান্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক বলেন, "এখন তারা ঝাড়ু তৈরি করে অনেক জায়গায় সাড়া ফেলেছেন, আমি চাই তারা এটি আরও বড় পরিসরে উৎপাদন করুক, যেন তাদের আর্থিক পরিস্থিতি উন্নতি হয় এবং ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি পায়।"
এ অনুষ্ঠানটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তাদের মানসিক ও শারীরিক সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথও খুলে দেয়া হচ্ছে।