প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:০
কক্সবাজারের টেকনাফে ৪৮ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলার দমদমিয়া বিজিবির তল্লাশি চৌকিতে সিএনজি অটোরিকশায় তল্লাশির সময় যুবকটির কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম মোহাম্মদ আরিফ (৩৫)। তিনি টেকনাফ পৌরসভার অলিয়াবা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র। বিজিবি সূত্রে জানা গেছে, সিএনজিটি টেকনাফগামী হলে, চেকপোস্টের কাছাকাছি পৌঁছানোর পর তল্লাশির জন্য থামানো হয়। সিএনজির পেছনে বসা এক যাত্রীর আচরণ ছিল সন্দেহজনক, যা দেখে বিজিবির সদস্যরা তাকে ব্যাপক তল্লাশী করেন।
তল্লাশীর সময় তার হাতে থাকা একটি প্লাস্টিক ব্যাগ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ১৯ হাজার ২’শ টাকা। বিজিবি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যুবককে ফেনসিডিলসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
ফেনসিডিলের মাদক পাচার রোধে বিজিবি বিভিন্ন সময়ে বিশেষ অভিযান পরিচালনা করছে। গত কয়েক মাসে টেকনাফ সীমান্তে মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির অভিযানে একাধিক মাদক কারবারি আটক হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যের পাচার রোধ করতে তারা নিয়মিত তল্লাশী চালাচ্ছেন এবং কঠোর নজরদারি বৃদ্ধি করেছেন।
মাদকের বিরুদ্ধে বিজিবির এই ধরণের অভিযান জাতীয় নিরাপত্তা ও সামাজিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা সমাজে মাদকের প্রভাব কমাতে সহায়ক হবে।