প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১৭:২৪
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট মাণিগাঁও জয়নাল আবেদীন শিমুল বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম আশিক নূর (৩৫), তিনি তাহিরপুরের বাদাঘাট এলাকার নোয়াগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সোমবার রাতে তাহিরপুর থানার পুলিশ তদন্ত কেন্দ্রের টহলদল শিমুল বাগান এলাকা থেকে আশিক নূরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, আশিক নূর মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদক বিক্রি করে আসছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শিমুল বাগানসহ আশপাশের গ্রামগুলোতে গত কয়েক বছর ধরে মাদক ব্যবসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মাণিগাঁও, আদর্শগ্রাম, ঘাগটিয়া, কামড়াবন্দ, মোল্লাপাড়া, শিমুলতলা, গরিয়াবাজসহ আশেপাশের অন্তত দশটি গ্রামে দিবারাত্রি মাদক বিক্রির হাট বসে। এলাকাটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায়, মাদক ব্যবসায়ীরা পর্যটকদের টার্গেট করে আসছিল।
এ বিষয়ে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, "এ ঘটনায় গ্রেফতারকৃত আশিক নূরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তার সহযোগী দুই মাদক কারবারি পালিয়ে গেছে, তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।"
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, যেন পর্যটন স্পটগুলো থেকে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়।