https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

যুব দিবসে ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলো ইয়াস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ নভেম্বর ২০২৪, ১:৩৪

শেয়ার করুনঃ
যুব দিবসে ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলো ইয়াস

"দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ" প্রতিপাদ্যে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সমাজের সামগ্রিক উন্নয়নমূলক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করেছে। শুক্রবার সকাল ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠির যুব ভবনের হলরুমে এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইয়াসের সভাপতি মোঃ আবির হোসেন রানা'র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। তিনি বলেন, “যুবকরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের দক্ষতা ও সৃজনশীলতা দেশের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে.এম. নুরুদ্দিন। আলোচকরা যুবকদের উন্নয়নের পথে সঠিক দিকনির্দেশনা ও সমর্থন দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন কোর্সের দুই শতাধিক প্রশিক্ষনার্থী। তারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং উপস্থিত সবার কাছে চারা বিতরণ করেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সংগঠনটি মোট দেড় শতাধিক বনজ ও ফলজ গাছ বিতরণ করেছে। গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল—পেয়ারা, চালতা, তেতুল, জলপাই, আমলকি, হরতকি, ও বহেরা। জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “এই উদ্যোগ পরিবেশের জন্য সহায়ক হবে এবং তরুণদের মধ্যে গাছ লাগানোর প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।”

এভাবে ইয়ুথ অ্যাকশন সোসাইটির উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন করা হলো, যা যুবদের পরিবেশ সচেতনতা এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। আগামী দিনে এ ধরনের উদ্যোগকে আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দের চরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব পরিবার

গোয়ালন্দের চরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চর কুশাহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর, ১২টি গরু ও ১১ মণ ধান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।  জানা গেছে, মো. ইসলাম মোল্লার বাড়িতে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এলে দেখা যায়, তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ১৪টি গরুর মধ্যে ১২টি মারা গেছে। ঘরের সমস্ত আসবাবপত্র, চাল ও সংসারের

খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের আনন্দে মুখর পাহাড়

খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের আনন্দে মুখর পাহাড়

খাগড়াছড়িতে পাহাড়ি তিন জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসাবি শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের জন্য এই উৎসব বছরের সবচেয়ে প্রতীক্ষিত দিনগুলোর একটি। বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।  উদ্বোধনী দিনের শুরুতেই ছিল জমকালো শোভাযাত্রা। চাকমা, মারমা ও ত্রিপুরা

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।   বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।   এদিন বিক্ষুব্ধরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মানববন্ধনে অংশ নিয়ে বাবুর গ্রেফতার ও বিচারের দাবিতে স্লোগান দেন।   বক্তারা বলেন, আওয়ামী

গোয়ালন্দে মাতাল অ্যাক্রোবেটিক শো

গোয়ালন্দে মাতাল অ্যাক্রোবেটিক শো

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো চমকপ্রদ অ্যাক্রোবেটিক শো। বুধবার সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।   সার্কাসের অন্যতম প্রধান শিল্প অ্যাক্রোবেটিকসের এই প্রদর্শনীতে অংশ নেয় দেশের দক্ষ শিল্পীরা। টিম লিডার মো. জালাল উদ্দিনের পরিচালনায় আটটি বিশেষ শো উপস্থাপন করা হয়।   শিশু শিল্পী তন্নী ও তিন্নি খানম পরিবেশন করেন ব্লাংকেট ব্যালেন্স। সাকিব খান দেখান পাইপ ব্যালেন্স,

ফেনসিডিলসহ পাচারকারি আটক, বিজিবির সফল অভিযান

ফেনসিডিলসহ পাচারকারি আটক, বিজিবির সফল অভিযান

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃত ওই ব্যক্তির নাম মো. নাসিম হোসেন (২৫)। সে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে সীমান্ত পিলার ২৭৭/৬-এস এলাকা থেকে প্রায়