https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বদলী নয়, অপরাধী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে: সারজিস আলম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১:২৪

শেয়ার করুনঃ
বদলী নয়, অপরাধী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জুলাই বিপ্লবের গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে আরও বেশি রক্তপাত ঘটতে পারে। তিনি এই আশঙ্কা প্রকাশ করেন শনিবার (২৬ অক্টোবর) রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে।

সারজিস আলম বলেন, "অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আগামী দিনে সেখানে আরও বড় অভ্যুত্থান হবে ও বেশি রক্তপাত ঘটবে।" তিনি পুলিশ সদস্যদের প্রতি অভিযোগ করে বলেন, "যারা অন্যায়ভাবে ছাত্র আন্দোলনে আমার ভাইদের হত্যা করেছে, তাদের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।"

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি অভিযোগ করেন যে, পুলিশের শাস্তির ব্যবস্থা শুধুমাত্র বদলির মাধ্যমে সীমাবদ্ধ রয়েছে, যা অপরাধের জন্য যথাযথ নয়। "বদলি ছাড়া খুনের জন্য পুলিশের আর কোনো শাস্তি হয় না," বলেন তিনি। সারজিস আরও জানান, জুলাই বিপ্লবে পুলিশের ইমেজ সংকট থাকা সত্ত্বেও কিছু পুলিশ সদস্য বিভিন্ন দল বা গোষ্ঠীর হয়ে কাজ করছেন। "দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে।"

এছাড়া, সারজিস আলম বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, "যারা বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য তাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, তারা ফ্যাসিবাদের দোসর।" তিনি একটি মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সারজিস আলম বলেন, "এমন বাংলাদেশ চাই না যে একটি দল ক্ষমতায় এসে অন্যদের শোষণ করবে। ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই বাংলাদেশের স্বপ্ন যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়।" তিনি আরও বলেন, "কেউ বাধা হয়ে দাঁড়ালে আবারও রাজপথে দেখা হবে। আমরা জীবন দিতে এখনো প্রস্তুত।"

সমাবেশের আগে, সারজিস আলম পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়রাত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রায় বাংলাদেশের ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনা

স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রায় বাংলাদেশের ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনা

বাংলাদেশে প্রযুক্তি জগতের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আজ বুধবার (৯ এপ্রিল) থেকে দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এ অংশগ্রহণকারীরাই প্রথমবারের মতো এ ইন্টারনেট সেবার অভিজ্ঞতা নিতে পারবেন। ওই সম্মেলন থেকেই স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ

নোয়াখালীতে ১২ বছরের শিশু ধর্ষণের চেষ্টা: যুবক আটক

নোয়াখালীতে ১২ বছরের শিশু ধর্ষণের চেষ্টা: যুবক আটক

নোয়াখালীর বেগমগঞ্জে এক ভয়াবহ ঘটনায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মো. আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কবির ও ভুক্তভোগী শিশুটি একই এলাকার পাশাপাশি

গোয়ালন্দে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তদের ঢল

গোয়ালন্দে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তদের ঢল

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার রবিউল্লাহ বেপারী পাড়ায় মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে ইসলামী তাওহীদি জনতার উদ্যোগে এক বিশাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্রতা ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন। প্রধান বক্তা হিসেবে মূল্যবান

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২১৪ রোহিঙ্গা আটক, বড় ধরনের বিপর্যয় রোধ করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২১৪ রোহিঙ্গা আটক, বড় ধরনের বিপর্যয় রোধ করল নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর তৎপরতায় বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা দুর্জয়’ সেন্টমার্টিন্স থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে একটি সন্দেহজনক মাছ ধরার নৌকার গতিবিধি লক্ষ্য করে। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজটি ‘এফভি কুলসুমা’ নামের ওই নৌকার গতিপথ রোধ করে। পরে তল্লাশি চালিয়ে

সরিষাবাড়ীতে ভিক্ষুকের কান কেটে দেওয়ায়, অভিযুক্ত যুবক আটক

সরিষাবাড়ীতে ভিক্ষুকের কান কেটে দেওয়ায়, অভিযুক্ত যুবক আটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভিক্ষারত অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। [https://enews71.com/storage/NOaajZvSwiZtp7CpxnI6SN3a7959MZoj3BcIZhAB.jpg]IMG_3330.jpeg 303.71 KB [https://enews71.com/storage/NOaajZvSwiZtp7CpxnI6SN3a7959MZoj3BcIZhAB.jpg] মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত ভিক্ষুকের নাম আব্দুস