প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১:১৭
সরাইল উপজেলা চুন্টা বাজারে ব্যবসায়ীর দোকান দখল নিতে হুমকি দেওয়ার অভিযোগ এক ব্যবসায়ীর। শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা চুন্টা বাজারের টিন পট্রি এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. নাজমুল ইসলাম এমন অভিযোগ করেন। তিনি চুন্টা বাজারের ব্যবসায়ী এ ব্যবসায়ীকে তার দোকান ছাড়তে হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা বাজারে। ওই এলাকার রহিম মিয়ার ছেলে নাজমুল ইসলাম একই গ্রামের আওয়ামীলীগ নেতা মো.মাসুদুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, আমাকে তিন বছর চার মাস আগে একটি ভিট বা দোকান কাগজপত্র অনুযায়ী ক্রয় সূত্রে হস্তান্তর করে দেন মাসুদুর রহমানের ভাই মো. রহিম উদ্দিন, ওই পরিপ্রেক্ষিতে কিছু দুষ্কৃতকারী আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বঙ্গ বন্ধুর ব্যানার লাগিয়ে ভিট টি দখল করে রেখেছিলো। কিছু দিন আগে রহিম উদ্দিন দোকানের তালা খুলে আমাকে দখল হস্তান্তর করে দিয়েছেন এই পরিপেক্ষিতে আমি ব্যবসায় অবস্থান করছি।
নাজমুল আরো বলেন, রহিম উদ্দিনের ভাই মো. মাসুদুর রহমান আওয়ামী লীগের নেতাদের নিয়ে ও গোষ্ঠীয় প্রভাব ও আধিপত্য দেখাচ্ছেন হুমকি দামকি দিয়েই যাচ্ছেন। এ ব্যপারে রহিম উদ্দিন বলেন, আমার ভাই মাসুদুর রহমান আওয়ামী লীগের প্রভাব হাটিয়ে।আমার দোকানটি ভাড়া নিয়ে দলীয় ব্যানার লাগিয়ে। চার বছর ধরে ভাড়া দেয় না। পরে আমাদের গোষ্টির ভাতিজা নাজমুলকে আমি দোকানের তালা খোলে ব্যবসা করতে দিয়েছি। এখানে আমার ভাই মাসুদুর রহমানের কোন কিছু নাই।
আওয়ামী লীগ নেতা মো. মাসুদুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে,তিনি সব অভিযোগ অস্বীকার করে মিথ্যা ও বানোয়াট বলে অভ্যক্ত করেন। তিনি বলেন আমরা এই সকল কাজে কখনই লিপ্ত ছিলামনা।