প্রকাশ: ৫ আগস্ট ২০২৪, ১:২৪
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিগগিরই ছাত্র–শিক্ষক প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।
সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছর রোহিঙ্গা ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফর শেষ করার আগে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। অধ্যাপক ইউনূস বলেন, আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার অভিজ্ঞতা এবং আঞ্চলিক প্রভাব রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মালয়েশিয়া
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “এই দেশ সবার। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবার সমান অধিকার থাকবে। আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবার করবেন। ধর্মীয় সকল অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করুন।” সেনাপ্রধান আরও বলেন, “এখানে নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধান আছেন। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানা কথা বলছে। তবে প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করেছেন, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ়ভাবে
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা স্বীকার করলেও তাকে জাতির পিতা বলতে রাজি নন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই অবস্থান তুলে ধরেন, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তার অবদান ও ত্যাগ স্বীকার করলেও স্বাধীনতা-পরবর্তী সময়ে সংঘটিত নানা জাতীয় বিপর্যয়ের
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা দেশের সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সবাইকে সমান মর্যাদা ও পারস্পরিক