https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঝিনাইদহে তিন চেয়ারম্যানের বিরুদ্ধে হতদরিদ্রদের ভিজিএফ চাল বিক্রির অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ১:৫২

শেয়ার করুনঃ
ঝিনাইদহে তিন চেয়ারম্যানের বিরুদ্ধে হতদরিদ্রদের ভিজিএফ চাল বিক্রির অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসুচির চাল বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে কালীগঞ্জের তিন ইউপি চেয়ারম্যান এই চাল বিতরণ না করে ১৫ জুন বিকেলে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের একটি দোকানে বিক্রি করে দিয়েছেন। 

শুক্রবার (২১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে ৪টি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনযোগে ২৬৪ বস্তা ভিজিএফ কর্মসুচির চাল নিয়ে যাওয়া হচ্ছে মহেশপুরের খালিশপুরে। প্রতি গাড়িতে ৬৬ বস্তা ভিজিএফ কর্মসুচির চাল বহন করা হচ্ছে। পাচারকৃত বস্তায় খাদ্য অধিদপ্তরের স্টিকারযুক্ত সিলমোহর রয়েছে। গাড়ি চালকের কাছে পাওয়া ডিও লেটারে উল্লেখ আছে চালগুলো কালীগঞ্জ উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর, ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু হিজড়া ও ৮নং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খানের নামে বরাদ্দ। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গত ১২ জুন চালগুলো কালীগঞ্জ উপজেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হয় এবং চাল

বিতরণের মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত। এই চালের মধ্যে চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্করের ২.৫ মেট্রিক টন, চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু হিজড়ার ৩ মেট্রিক টন ও আজিজুর রহমান খানের ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে এ চাল দরিদ্র মানুষের জন্য বিশেষ বরাদ্দের। কোরবানী ঈদের আগেই তার গরীব মানুষদের মাঝে বিতরণ করা কথা। 

প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম রকি জানান, কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে চালগুলো মহেশপুর উপজেলা খালিশপুর বাজারের দীপুর দোকানে নিয়ে যাচ্ছিল। মোট ৪ গাড়ি চাল খাদ্য গুদাম থেকে পাচার করা হয়। প্রতি গাড়িতে ৬৬ বস্তা চাল ছিল। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ বিষয়ে কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর বলেন, বিষয়টি আমি জানিনা। খোঁজ নিয়ে জানাচ্ছি। ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু হিজড়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ফোনে আমি কিছুই বলবো না। আপনি সরাসরি ইউনিয়নে আসলে সব খুলে বলবো। 

বিষয়টি জানতে কালীগঞ্জের ৮নং মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান খানের মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহদী হাসান শিহাব বলেন, গত ১৫ জুন সরকারি বরাদ্দের চাল গুদাম থেকে দেওয়া হয়েছে। ডিও লেটার দেখালে আমরা চাল প্রদান করি। তবে এখন এই চাল কে কোথায় বিক্রি করেছে সেটা আমি জানি না।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে কেউ দোষী হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

 উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, এই চালগুলো ভিজিএফ না অন্য কোন বরাদ্দের চাল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্তের পরই সব জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

জীবিকার তাগিদে ছাত্রদল সভাপতি ইটভাটার শ্রমিক

জীবিকার তাগিদে ছাত্রদল সভাপতি ইটভাটার শ্রমিক

দিনাজপুরের নবাবগঞ্জের দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সুজন মিয়ার জীবন সংগ্রামের এক অনন্য উদাহরণ। দাউদপুর আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করার পর দাউদপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও বিএসসি সম্পন্ন করেন তিনি। বর্তমানে দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত এই মেধাবী ছাত্রনেতা রাজনীতির পাশাপাশি সংসারের দায়িত্বও সামলাচ্ছেন।   সুজনের বাবা মোঃ আবুল হোসেন ও মা মোছাঃ শাহানা

দিনাজপুরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, রহস্যজনক হত্যাকাণ্ড!

দিনাজপুরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, রহস্যজনক হত্যাকাণ্ড!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর পৌরশহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ৫৬ বছর বয়সী দিলারা বেগমের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় তার নিজ ঘরের শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দিলারা বেগম ছিলেন মৃত আবুল হোসেনের স্ত্রী এবং প্রায় ৬-৭ বছর আগে পল্লী দারিদ্র্য বিমোচন প্রকল্পে চাকরি থেকে অবসর নিয়েছিলেন। পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে

খাগড়াছড়িতে শহীদ মজিদের পরিবারকে সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান

খাগড়াছড়িতে শহীদ মজিদের পরিবারকে সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান

খাগড়াছড়ির রামগড় উপজেলার রসুলপুরে শহীদ মজিদ হোসেনের পরিবারের মাঝে সরকারের দেওয়া দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটায় আনুষ্ঠানিকভাবে এ উপহার হস্তান্তর করা হয়।   শহীদ মজিদ হোসেনের মা ও ভাইয়ের হাতে সরকারের পক্ষ থেকে সঞ্চয়পত্র এবং ইফাদ গ্রুপের সৌজন্যে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিএনপি নেতা এস এম আপেল মাহমুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ড। এ ঘটনার পর তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।   অভিযুক্ত আপেল মাহমুদ জামালপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও পশ্চিম ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন এবং নিজেকে সিনিয়র যুগ্ম

প্রেমিকার আত্মহত্যার খবর শুনে বিষ খেল প্রেমিক

প্রেমিকার আত্মহত্যার খবর শুনে বিষ খেল প্রেমিক

সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকার আত্মহত্যার খবর শুনে বিষপান করেছেন প্রেমিক শাহ আলম। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুনের সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মনিরার শাশুড়ি বিষয়টি টের পেয়ে ছেলেকে জানালেও