https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ধামইরহাটে আবারও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান পদে ২ নতুন মুখ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ মে ২০২৪, ১:২২

শেয়ার করুনঃ
ধামইরহাটে আবারও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান পদে ২ নতুন মুখ

নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে বিপুল পরিমান ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জনপ্রিয় নেতা মো. আজাহার আলী। টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন তিনি। এদিকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা মাজেদুল ইসলাম ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ৩ জন প্রার্থীর সর্বোচ্চ ভোট পেয়েছেন এই নারী নেত্রী।

৮ মে রাত ১১টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফল বেসরকারি ভাবে ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আনিছার রহমান। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আজাহার আলী (আনারস প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ৮৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১২ হাজার ৭৬২ ভোট। ৩য় স্থানে রয়েছেন আবু নাসের মো. আফজাল হোসেন, তার প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪৫১। 

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম (টিয়া পাখি প্রতীক) ৩৯ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল রানা (উড়োজাহাজ প্রতীক)  পেয়েছেন ৩২ হাজার ২৬ ভোট। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা (হাঁস প্রতীক) ৪৮ হাজার ৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবিনা এক্কা (কলস প্রতীক) পেয়েছেন ২০ হাজার ১০৬ ভোট।

ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী প্রমুখ।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

যাওয়ার জায়গা, বিচার চেয়ে মরার হুমকি বিধবার !

যাওয়ার জায়গা, বিচার চেয়ে মরার হুমকি বিধবার !

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারণ গ্রামে ভূমি বিরোধকে কেন্দ্র করে এক বিধবার পরিবারের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। বিচার না পেয়ে হতাশা প্রকাশ করে “মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মোরা মইরা যামু”—এভাবে আক্ষেপের সঙ্গে কথাগুলো বলেন নির্যাতিত বিধবা আরেফা বেগম (৬৫)। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে আরেফা বেগম ও তাঁর পুত্রবধূ

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ইউপি চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ইউপি চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

রাজবাড়ীতে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজবাড়ী ১নং আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. তামজিদ আহম্মেদ তা নামঞ্জুর করেন। আসামিরা হলেন—মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজম

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষায় নকল: ১২ শিক্ষার্থী বহিস্কার, ১৩ শিক্ষকে অব্যাহতি

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষায় নকল: ১২ শিক্ষার্থী বহিস্কার, ১৩ শিক্ষকে অব্যাহতি

ঝালকাঠি জেলায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গণিত বিষয়ের পরীক্ষায় নকলসহ হাতেনাতে ধরা পড়ায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং এক কেন্দ্রসচিবসহ ১৩ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলার নলছিটি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে এই অনিয়মের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। নলছিটি উপজেলার

পাঁচবিবিতে ছাত্রদল নেতাকে গুলি, কিলার আটক

পাঁচবিবিতে ছাত্রদল নেতাকে গুলি, কিলার আটক

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে জেলা ছাত্রদলের সাবেক জনপ্রিয় নেতা মোঃ শামীম হোসেনকে হত্যার উদ্দেশ্যে ছয়জন ভাড়াটে সন্ত্রাসী একাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান শামীম। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে একজন কিলারকে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করে গণপিটুনি দেয়। বাকি পাঁচজন পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পৌর সুপার মার্কেটে অবস্থিত

হাকিমপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

হাকিমপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভুয়া তালিকা তৈরি করে অন্তত ১৮শ' জনের নামে বরাদ্দকৃত প্রায় ১৮ টন চাল আত্মসাৎ করেছেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ একাধিক জনপ্রতিনিধি। এই ঘটনায় ইউনিয়নের প্রায় ৩ শতাধিক গরীব মানুষ চাল না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত