প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪, ২৩:২৮
পটুয়াখালীর মহিপুর থানা যুবলীগের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় যুবলীগ কার্য্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মহিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফেরদৌস হাওলাদার'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিপুর থানা যুবলীগের আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সিদ্দিক মোল্লা,যুগ্ম আব্বায়ক ইব্রাহিম হাওলাদার ও মনির হাওলাদার প্রমুখ।
থানা যুবলীগ আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট নিজ অর্থায়নে সেমাই, চিনি, দুধ, মশলা বিতরন করেন।
যুবলীগ আহবায়ক বলেন, এভাবে প্রতি বছর গরীব দুস্হদের মাঝে ঈদ সামগ্রী দিয়ে আসছি,আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।