https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দু'একদিনের মধ্যে খেজুরের দাম নির্ধারণ করবে সরকার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ২৩:৩৬

শেয়ার করুনঃ
দু'একদিনের মধ্যে খেজুরের দাম নির্ধারণ করবে সরকার

রোজদারদের স্বস্তি দিতে বাণিজ্য মন্ত্রণালয় দু-একদিনের মধ্যে জিহাদি খেজুরের দাম নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

রোববার (১০ মার্চ) রমজান উপলক্ষে সাধারণ ভোক্তাদের কাছে একটি গ্রুপের সাশ্রয়ী মূল্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ভোক্তার ডিজি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় আজ-কালকের মধ্যে জিহাদি খেজুরের দাম নির্ধারণ করে দেবে পাশাপাশি আমদানি কারকদের সঙ্গে বৈঠকে বসে নজরদারির মধ্যে রাখা হবে অন্যান্য খেজুরও।

তিনি বলেন, ভোক্তা অধিকার বছরব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনা করে। বাজার নিয়ন্ত্রণে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজার নিয়ন্ত্রণের এ চেষ্টা অব্যাহত রাখা হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এবারের রমজানে গ্রুপটি প্রায় ৩০টি পণ্যে ৫ থেকে ৫০ শতাংশ ছাড় দিয়ে বিক্রি করছে। ক্রেতাদের অস্বস্তি কমাতে দেশের অন্যান্য শিল্প গ্রুপ গুলোকেও এগিয়ে আসতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ড. ইউনূস ও মোদির বৈঠক: বাংলাদেশ-ভারতের নতুন অধ্যায়

ড. ইউনূস ও মোদির বৈঠক: বাংলাদেশ-ভারতের নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে। এই বৈঠকটি হবে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে, যা আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি দুই সরকারপ্রধানের প্রথম বৈঠক হবে। বুধবার (২ এপ্রিল) ভারতের দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয় যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণা বুধবার (২ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেন ড. খলিলুর রহমান। বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক জোট, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত। আগামীতে এই জোটের নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা,

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি- স্বরাষ্ট্র উপদেষ্টার

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি- স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে জঙ্গিবাদ সংক্রান্ত কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। বুধবার রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। খিলক্ষেত, বাড্ডা ও ভাটারা থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।   নিউইয়র্ক টাইমসের জঙ্গিবাদ সংক্রান্ত প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো সংবাদপত্র কী লিখেছে তা নিয়ে মন্তব্য করতে চাই

 রাজনৈতিক উগ্রতা রুখতে সরকারের শক্ত অবস্থান-মাহফুজ আলম

রাজনৈতিক উগ্রতা রুখতে সরকারের শক্ত অবস্থান-মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট করে দিয়েছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো প্রচেষ্টা সরকার সহ্য করবে না। তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। সরকার প্রয়োজন হলে কঠোর অবস্থান নেবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে চরমপন্থার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে, তবে সরকার এ ধরনের প্রবণতা রুখতে দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক ও ধর্মীয় উগ্রতা প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, যা তাদের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।   বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের এই সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ৩ এপ্রিল সম্মেলনে অংশ নিতে ব্যাংকক