প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫৪
সরাইল উপজেলা কালিকচ্ছ ধরন্তী বিলে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলাধীন কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিল এলাকায় অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা। এ সময় সঙ্গে ছিলেন সরাইল থানা পুলিশসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, সরাইল উপজেলার কালিকচ্ছ চাকসার এলাকার আখতার হোসেনের ছেলে ইমাম হোসেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা এ প্রতিনিধিকে বলেন, উপজেলার কালিকচ্ছ ধরন্তী এলাকায় কৃষি জমির মাটি কাটা হচ্ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রধান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড।