প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ০:৪১
মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ, বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) হোগলবাড়ীয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মহা: রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, গাংনী থানা পুলিশের ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ সহ অনেকেই।
এদিকে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিদের আসনগ্রহণ হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের বিদায় বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে নবীন বরণ, বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়।