কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যাংক কর্মকর্তার একটি মোটরসাইকেল চুরি হয়েছে। ব্যাংক কর্মকর্তা আবু বকর বাদি হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংক শাখা অফিসের পিছনের তিন তলা ভবনের নিচ তলা থেকে আবু বকর নামের এক ব্যক্তির বাজাজ পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভূরুঙ্গামারী শাখায় অফিসার পদে কর্মরত রয়েছেন।
চুরির শিকার আবু বকর বলেন, রোববার দুপুরে ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা অফিসের পিছনের তিন তলা ভবনের নিচ তলায় আমার বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি রাখা ছিল। সন্ধ্যায় দেখতে পাই সেখানে মোটরসাইকেলটি নেই। থানায় লিখিত অভিযোগ করেছি।