প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০:১১
দিনাজপুরের হাকিমপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল হোসেন স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত আটটায় থানায় ওসি'র নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ওসি দুলাল হোসেন বলেন, হাকিমপুর থানা যেহেতু সীমান্তবর্তী থানা তাই এই হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত করতে আমি বদ্ধ পরিকর। মাদকের বিষয়ে কারো সাথে কোন আপোষ নাই। যদি কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকে স্পষ্ট আমাকে জানাবেন। তাই মাদক ও এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। সাংবাদিকদের পক্ষেও পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম তার সঙ্গে ছিলেন। তদন্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিক পুলিশ ভাই ভাই, এক সাথে কাজ করতে চাই!
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব এর নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সম্পাদক মুরাদ ইমাম কবির, সিনিয়র সাংবাদিক মাসুদুল হক রুবেল প্রমুখ।
এছাড়াও সাংবাদিক গোলাম রব্বানী, রমেন বসাক, রবিউল ইসলাম সুইট, হালিম রাজি, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান, মোসলেম উদ্দিন, নুরুজ্জামান, লুৎফর রহমান, তারিকুল সরকার, আবু মুসা মিয়া, ছামিউল ইসলাম, মোস্তাকিম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন।
নবাগত ওসি দুলাল হোসেন, বিভিন্ন সময় ঢাকা ডিবিতে, গাবতলি, বগুড়া, দিনাজপুর সদর থানায় চাকরি করেন। সর্বশেষ রংপুর রেঞ্জের রংপুর গংগাচড়া থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।