প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে গণভোট (রেফারেন্ডাম) আয়োজনের জন্য বর্তমানে কোনো সুনির্দিষ্ট আইন নেই। গণভোট আয়োজনের আগে অবশ্যই একটি আইন তৈরি করতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন। সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে গণভোটের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন তোলেন।
সিইসি বলেন, “আমাদের রেফারেন্ডামের কথা আসছে। কীভাবে গণভোট করব বা করব না, তা নিয়ে আমাকে আগে আইন করতে হবে।” তিনি অতীতে অনুষ্ঠিত গণভোটের উদাহরণ টেনে বলেন, জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদ মার্শাল প্রিপারেশনের অধীনে গণভোট করেছিলেন। বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯১ সালের গণভোটের জন্য আইন করেছিলেন।
সিইসি আরও বলেন, গণভোট কীভাবে হবে, এ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে জিজ্ঞাসা করছেন। অনেকে এ নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। আইন তৈরি হলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোট নির্বাচনের দিন হওয়ার কথা, অথচ ইসি এখনও প্রস্তুত নয়। কীভাবে গণভোট হবে, তা দেখছি না। ইসিকে দ্রুত প্রক্রিয়া শুরু করতে হবে।”