
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:২০

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার শমিত সোম ২২ বছর পর ভারতের বিরুদ্ধে জাতীয় দলের জয়ের খবরে বুধবার (১৯ নভেম্বর) সরাসরি শ্রীমঙ্গলের পৈতৃক বাড়িতে পৌঁছান। সকাল ১১টার দিকে দক্ষিণ উত্তরসুর গ্রামের বাড়িতে উপস্থিতি স্থানীয়দের মধ্যে আনন্দের ঢেউ তৈরি করে। পরিবারের সদস্যরা তাকে উষ্ণভাবে স্বাগত জানান এবং পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
