প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ৩:৫১
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-কে সামনে রেখে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্যে দেখা গেছে মৌলভীবাজার জেলার ৭টি থানার ওসিকেই একসাথে বদলি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল-কে মৌলভীবাজার সদর মডেল থানায়, রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়-কে শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন-কে কানাইঘাট, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তিকে বড়লেখা, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ-কে কুলাউড়া, কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক-কে রাজনগর, মোগলাবাজার থানার ওসি এস এম মাঈনুদ্দিন-কে জুড়ী থানায় বদলির নির্দেশ দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।
গত বুধবার আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়। প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে চিঠি দেয় ইসি। এর পরিপ্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।